বিভাগ সম্পর্কে :
একটি দেশের উন্নতি সে দেশের পন্য উৎপাদনক্ষমতা ও রপ্তানির উপর অনেকাংশে নির্ভর করে। প্রায় প্রতিটি শিল্প বিপ্লবের ফসল ছিল উৎপাদনক্ষমতা বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক খাতের ( রেডি মেড গার্মেন্টস / অ্যাপারেল ) উৎপাদন ও রপ্তানি ক্রমবর্ধমান।
অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একটি শাখা যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মৌলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেখানোর পাশাপাশি কাপড় থেকে কিভাবে পরিধেয় পোশাক বানানো যায় ও বিক্রয়/রপ্তানি করা যায় তা শেখানো হয়।
ভিশন ২০৪১ তথা উন্নত দেশ গড়ার নিমিত্ত দেশে বৈদেশিক মুদ্রা উপার্জন বাড়ানোর বিকল্প নেই। বিগত ২০১৩-২০১৪ অর্থবছর থেকে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত একটানা দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান মাধ্যমের ভূমিকায় আছে অ্যাপারেল তথা রেডি মেড গার্মেন্টস যেখানে মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের উপরে আসে এই খাত থেকে।
বর্তমানে বাংলাদেশে ২০০ টির মতো লিড ( LEED ) সার্টিফাইড গ্রিন টেক্সটাইল/গার্মেন্টস কারখানা আছে যেখানে মূল নেতৃত্বে আছে বিভিন্ন স্তরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারগণ। এই টেকনোলজিতে উল্লেখযোগ্য যে যে বিষয়ে জ্ঞ্যান অর্জন করা যায় তা হলোঃ স্পিনিং, ওইভিং, নিটিং, সুয়িং, প্যাটার্ন মেকিং, মার্কার মেকিং, ফ্যাশন ডিজাইনিং, ডায়িং, প্রিন্টিং, ওয়াশিং, ফিনিশিং, মার্চেন্ডাইজিং, মার্কেটিং ইত্যাদি। এই টেকনোলজিতে পড়ে জ্ঞ্যান অর্জন করতে পারলে দেশের অ্যাপারেল খাতসহ টেক্সটাইলের যে কোন খাতে চাকরির পাশাপাশি রয়েছে নিজে উদ্যোক্তা হওয়ার সুযোগ।
একজন টেক্সটাইল (অ্যাপারেল ম্যানুফেকচারিং) ইঞ্জিনিয়ার যেসব পদের দায়িত্ব পালন করে থাকেন সেগুলো হল-
টেক্সটাইল (অ্যাপারেল ম্যানুফেকচারিং) ইঞ্জিনিয়ারের কর্মক্ষেত্রঃ
উচ্চ শিক্ষার সুযোগঃ
অ্যাপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে সম্পূর্ণ ডিপ্লোমা করার পরে তাদের বিএসসি শেষ করার সুযোগ রয়েছে। বিএসসির জন্য DUET উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। তাছাড়া বস্ত্র অধিদপ্তরের অধীনস্ত সরকারি প্রতিষ্ঠানসমূহ থেকেও বিএসসি করার সুযোগ রয়েছে। এছাড়া এমএসসি করার জন্য বাংলাদশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTex,Tejgaon), Moulana Vashani Biggayan & Projokti Bishwa Biddaloy (Tangail) ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্স চালু হয়েছে। বিদেশেও উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।
পাঠ্যক্রম:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর পাঠ্যক্রম তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় উপাদান নিয়ে গঠিত। প্রোগ্রামের সময়কাল ০৪(চার) বছর এবং এটি আটটি সেমিস্টারে বিভক্ত।
ভর্তির যোগ্যতাঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রদত্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে।
ছবি | নাম | পদবি |
---|---|---|
এ কে এম মুকিবুল হাসান | ইনস্ট্রাক্টর (টেক.) ও বিভাগীয় প্রধান - উভয় শিফট | |
মেহের নিগার সুলতানা | ইনস্ট্রাক্টর (টেক.), রা. প্র. - ১ম শিফট | |
মো: মনিরুজ্জামান তুষার | জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক.), রা. প্র. - ১ম শিফট |