Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৩

অবকাঠামো

প্রতিষ্ঠানটি ত্রিভুজ আকৃতির সমতল ভুমিতে চারটি আলাদা আলাদা ভবন সংযুক্ত করে একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। প্রশাসনিক ভবন-১টি চার তলা বিশিষ্ট, যার মধ্যে রয়েছে নীচ তলায় সাধারণ শাখা, হিসাব শাখা, নিরাপত্তা শাখা, স্টোর রুম, রেজিস্ট্রার শাখা ও জব প্লেসমেন্ট সেল। ২য় তলায় অধ্যক্ষের কক্ষ, উপাধ্যক্ষের কক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর/বিভাগীয় প্রধান(ইলেকট্রনিক্স)। ৩য় তলায় চিফ ইনস্ট্রাক্টর/বিভাগীয় প্রধান(নন-টেক), বিভাগীয় প্রধান(অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং),ইলেকট্রনিক্স, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ও নন-টেক শিক্ষকগণের বসার কক্ষ। ৪র্থ তলায় চিফ ইনস্ট্রাক্টর/বিভাগীয় প্রধান(কম্পিউটার), বিভাগীয় প্রধান(আর্কিটেকচার) এবং কম্পিউটার, আর্কিটেকচার, নন-টেক বিভাগের শিক্ষকবৃন্দের বসার কক্ষ ও ছাত্রীদের ইনডোর গেম কক্ষ। উত্তরপাশে একাডেমিক ভবন-০১টি পাঁচ তলা বিশিষ্ট, যার মধ্যে রয়েছে নীচ তলায় ল্যাব, অডিটোরিয়াম, ইবাদতখানা, ২য় তলায় কম্পিউটার ল্যাব, ৩য় তলায় ইলেকট্রনিক্স ল্যাব, ৪র্থ তলায় আর্কিটেকচার ল্যাব, ৫ম তলায় অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ল্যাব ও শিক্ষার্থীদের ক্লাশ রুম। পূর্ব ও পশ্চিমপাশে ০২টি তিন তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন। পূর্বপাশের তিন বিশিষ্ট ভবনের নীচ তলায় লাইব্রেরী, সততা স্টোর ও ল্যাব এবং দ্বিতীয় তলায় সেমিনার হল, সার্ভার রুম, তিন তলায় শ্রেণীকক্ষ। চতুর্ভূজ আকৃতির মূল কমপ্লেক্সের পূর্বপাশে রয়েছে দ্বিতল বিশিষ্ট অধ্যক্ষের বাস ভবন ও হোস্টেল সুপার বাস ভবন। চার তলা ১০০ সিট বিশিষ্ট ছাত্রীনিবাস (পুরাতন) ও পাঁচতলা বিশিষ্ট ছাত্রীনিবাস (চালু প্রক্রিয়াধীন)। দুই তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার । বিদ্যুৎ সাবস্টেশন ০১টি, পাম্প হাউজ-০১টি। প্রধান ফটক সংলগ্ন গার্ড রুম, গার্ডিয়ান শেড, ক্যান্টিন ও সাব পোস্ট অফিস।