Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০২৪

এক নজরে

ইনস্টিটিউটের নাম : চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
Chattogram Mohila Polytechnic Institute
স্থাপিত : ২০০৫ খ্রিস্টাব্দ
ভূমির পরিমাণ : ০৩.৬৫ একর
ভূমির ধরণ : সমতল ভূমি ( ত্রিভূজ আকৃতি)
অবস্থান : চট্টগ্রাম বিভাগীয় শহরের পশ্চিম পার্শ্বে উত্তর হালিশহর এলাকায় দেশের অন্যতম চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের শীর্ষস্থানীয় বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এর বাদামতলী মোড় হতে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত বড়পুল হয়ে আনন্দবাজার রোডের সিগন্যালঘর এলাকায় রেল লাইনের পার্শ্বে বঙ্গোপসাগরের অনতিদূরে অবস্থিত। প্রতিষ্ঠানটির দক্ষিণে সরকারী শারীরিক শিক্ষা কলেজ, উত্তরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পূর্বে দেয়াল ঘেঁষে দেশের বৃহত্তম সি.এস.ডি গোডাউন (খাদ্য গুদাম) এবং পশ্চিমে চট্টগ্রামের একমাত্র টোল রোড যা বন্দর থেকে ফৌজদারহাট গিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে মিশেছে।
প্রশাসনিক দপ্তর        : কারিগরি শিক্ষা অধিদপ্তর
মন্ত্রণালয়                : কারিগরি ও মাদ্র্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা বোর্ড             : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
প্রতিষ্ঠানের ধরণ : সরকারি
প্রতিষ্ঠান প্রধান : জনাব মো. মোসাদ্দেকুল বারী
শিক্ষক/শিক্ষিকা : ৩৭ জন
কর্মরত কর্মকর্তা ও কর্মচারী : কর্মকর্তা ০১জন এবং কর্মচারী ০৮জন
ক্রাফট ইন্সট্রাক্টর/ল্যাব সহকারী : ১৫ জন
কারিকুলাম : ০৪(চার) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 
টেকনোলজি  : ০৪(চার)টি
  (ক) আর্কিটেকচার টেকনোলজি, (খ) অ্যাপারেল ম্যানুফেকচারিং টেকনোলজি, 
  (গ) ইলেকট্রনিক্স টেকনোলজি, (ঘ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
শিফট           : ০২টি,   - ১ম শিফট : ০৮:০০টা -০১:১০টা পর্যন্ত
          ২য় শিফট : ০১:১০টা -০৫:৫০টা পর্যন্ত
আসন সংখ্যা : প্রতি টেকনোলজিতে ১০০ জন শিক্ষার্থী(১ম শিফট-৫০ জন ও ২য় শিফট-৫০ জন)
চার টেকনোলজিতে মোট ৪০০ জন (প্রতি বছর, দুই শিফটে)
ভর্তির যোগ্যতা ও নিয়মাবলি
(বাকশিবো ডিপ্লোমা-ইন-ইঞ্জি. প্রবিধান-২০২২ এর ধারা ২ অনুযায়ী)
: ’- ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ১ম পর্বে ভর্তি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস;
- এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে শূন্য আসনে ক্লাস্টার পদ্ধতিতে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে;
- এইচএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে ৩য় পর্বের যেকোন টেকনোলজিতে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে।   এছাড়া এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারবে;
- ইংরেজি ভাষায় বিদেশী শিক্ষার্থীর পাশাপাশি আগ্রহী দেশী শিক্ষার্থীরাও অধ্যয়ন করতে পারবে;
- বোর্ডের ভর্তি নীতিমালা অনুসারে কেন্দ্রীয় ভর্তি কমিটির সুপারিশের আলোকে ১ম, ৩য় ও ৪র্থ পর্বে শিক্ষার্থী ভর্তি করা হবে;
- এ শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বোর্ড কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুসৃত হবে।
বর্তমান অধ্যয়নরত মোট শিক্ষার্থী : ১০০০ জন (প্রায়)
হোস্টেল সংখ্যা : ০২ টি
হোস্টেল আসন সংখ্যা : প্রতিটিতে ১০০ জন করে মোট ২০০ জন 
প্রাতিষ্ঠানিক কোড : ৭০০৬১ (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড)
শিক্ষার্থী ইউনিফর্ম : ব্রাউন ফ্রক ্ও প্যান্ট এবং সাদা এ্যাপ্রোন
EIIN No. : 132972
ফোন : ২৩৩৩৩৩২০৭৪
ই-্মেইল : [email protected]
ওয়েব এড্রেস  : cmpi.polytech.gov.bd
ইনস্টিটিউটের লোগো :