Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৩

পটভূমি ও ইতিহাস

সমাজের সুষম উন্নয়নে দক্ষ জনশক্তি গড়তে পুরুষের পাশাপাশি প্রয়োজন আমাদের দেশের নারীদের কারিগরি শিক্ষা। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে দরকার দক্ষ জনশক্তির। আর দক্ষ জনশক্তির জন্য প্রয়োজন নানামুখী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ।  আর একজন প্রশিক্ষিত ব্যক্তি জনসম্পদে পরিণত হয়ে আত্মকর্মসংস্থানে সচেষ্ট হতে পারে এবং স্বাবলম্বী হয়ে দেশের বেকার সমস্যার সমাধানে রাখতে পারে বিরাট অবদান। এ উন্নয়নে ছেলেদের পাশাপাশি মেয়েরা এগিয়ে আসলে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। তাই কারিগরি শিক্ষায় আরো বেশি বেশি নারী শিক্ষার্থীদের দক্ষ ও চাকরিযোগ্য মানব সম্পদ তৈরীর লক্ষ্যে তাদের নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ সুবিধা সম্প্রসারণ করার জন্য ২০০৫ সালে চট্টগ্রাম বিভাগীয় শহরের পশ্চিম পার্শ্বে উত্তর হালিশহর এলাকায় দেশের অন্যতম চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি প্রতিষ্ঠান ।